আজকাল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সকলের কাছে খুবই উপযোগী। সত্ত্বর যোগাযোগ স্থাপন করা থেকে আরম্ভ করে, সকলের সাথে যোগাযোগ স্থাপন করে রাখা, সব কাজে এটি অসম্ভব সুবিধা এনে দিয়েছে সকলের জীবনে, কিন্তু তা হলেও এই ক্ষেত্রও বিপদ থেকে রক্ষা পায় নি। কয়েক্তি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এর মধ্যে উল্লেখযোগ্য হলো হয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, ভাইবার, উইচ্যাট প্রভৃতি।

মবাইলের ইনস্ট্যান্ট মেসেজিং এর বিপদ সমূহ

আজকের দিনে মহিলাদের সর্বক্ষেত্রে উপস্থিতি লক্ষ্য করা গেলেও, ব্যাক্তিগত বা পেশাগত জীবনে তাদের ঝুঁকি থেকেই গেছে। সাইবার জগতে তাদের বিপদের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।

বেশ কিছু ইনস্ট্যান্ট মেসেঞ্জার এর বিপদ গুল দেখে নেওয়া দরকার।

  • সংবেদনশীল তথ্যের ছিনতাইঃ

বেশ কিছু ইনস্ট্যান্ট মেসেজিং এপ্লিকেসন গুলো অনেক সময়েই তথ্য ছড়ানো হয়। ওতে আপনি আপনার প্রফাইল চিত্র থাকে। সেউ ছবি অন্যেরা ব্যবহার করে মহিলাদের সৌজন্য বিনষ্ট করে।

সকল সময়ে সুরক্ষা বিষয়ক তথ্য পরে তারপরে কাজ করুন, প্রফাইল ছবিকে সবার চোখের সমক্ষে।

তথ্য বিস্তার – একটি পর্যবেক্ষণ

কিছু কিছু ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ আপনার কথা সমূহ লগ ফাইলে রেখে দেয়। এক্তি হ্যাকার চম্পানির সিইওর থেকে সেই সমস্ত লগ চুরি করে নেয়। এই ভাবে আপনার কম্পানির বিশেষ সমস্ত তথ্য হাতিয়ে নেওয়া হয়ে থাকে।

তাই হ্যাকার জদি আপনার সমস্ত তথ্য জেনে জায়, তবে কিন্তু আপনার খুব বর সমস্যা হতে পারে, নিচের লিঙ্কে ক্লিক করে সমগ্র ক্যাসটা পরে নিতে পারেন।

Source : Symantec

  • ট্র্যাকিং বা সারভেলেন্সঃ

আপনার অবস্থান যদি কারুর সাথে সেয়ার করেন, তাহলে মহিলাদের কশেত্রে বেশ কিছু বিপদ আসতে পারে। যদি আপনি আপনার সমস্ত ভ্রমন তথ্য দিয়ে দেন, তাহলে এই বইপদের সঙ্কা থেকেই যায়।

আপনার অবস্থান বিষয়ক তথ্য কেবল মাত্র আপনার পরিচিতদের কেই দিন।

  • হ্যাকিং

সমস্ত ইনস্ট্যান্ট মেসেজিং কম্পানিই এদের সাথে জুক্ত থাকে, এমন কি কিছু সময়ে বড় বড় কিছু কম্পানিও তথ্য বা আপ্নার এড্রেস সমূহ বিক্রি করতে ধরা গেছে। এই তথ্যের মধ্য প্রচুর তথ্য থাকে, জা আপনার কশতি করে দিতে পারে।

অনেক এপ্লিকেসন নিরমানই করা হয় আপনার ইনস্ট্যান্ট মেসেজিং থেকে তথ্য চুরি করে ব্যাক্তিগত কাজে তা লাগানর উদ্দেশ্যে।

সব সময়ে দেখে নেবেন এ জেই অ্যাপ এর সাহাজ্যে আপনি তথ্য পাঠাচ্ছেন, তা এঙ্ক্রিপ্ট করা আছে।

  • মূর্তরূপঃ

অতিরিক্ত স্পর্শকাতর তথ্য হ্যাকার রা সঞ্চয় করে রেখে দেন। সেখান থেকে হ্যাকার পাসওয়ার্ড থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অ স্পর্শকাতর তথ্য সরিয়ে রেখে দেয়।

টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য চেস্তা করুন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এর মাধ্যমে না পাঠাতে।

 

 

  • হয়রানি/স্প্যামঃ

বিভিন্ন ভাবে এই হয়রানি করা হতে পারে। অনবরত মবাইলে ফন বা মেসেজ, বা ভয়েসমেলে আগে থেকে তথ্য সাজিয়ে রেখে দিয়ে এই সমস্ত কাজ করা হয়ে থাকে।

  • ম্যালাসিয়াস কোড ছরানোঃ

আই এম ওয়ার্ম নামে এক্তি মেলেওওার আই এম প্রযুক্তিতে থাকে জা আপনার এড্রেস বই থেকে তথ্য হাতিয়ে নেয়। ভুলে যাবেন না যে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ গুলিও এই সমস্ত স্প্যাম ছরাতে কাজে লাগানো হয়।

যেকোনো লিঙ্ক পেলে তাকে ভালো করে দেখে নিয়ে ক্লিক করুন। প্রয়জোনে বন্ধুদের জিজ্ঞাসা করুন।

 

  • নেটওয়ার্ক সঙ্ক্রান্ত ব্যাপারঃ

আপনার নেটওয়ার্কের পরিব্যাপ্তির অসুবিধার কারনে অনেক সময়েই আপনার আই এম ক্রাশ করে যায়। সেই সময়ে আপনার তথ্য চুরি হিতে পারে।

বেশির ভাগ ক্ষেত্রেই মহিলাদের এই জিনিসে আক্রান্ত হতে হয়। এখানে বেশ কিছু অস্ত্র রয়েছে অপরাধিকে ধরতে বা আপনাকে বাঁচাতে। তাদের ব্যবহার করুন।

আই এম ব্যবহার করার কালে, আপনার নেটওয়ার্ক কে সমানে আপডেট করতে থাকুন।

  • আই এম সফটওয়্যার এর অসুবিধা

প্রতিটা আই এমের সাথে তার সাথে যুক্ত থেকে যায় তার পুরবের দুর্বলতা। সেই দুর্বলতা আপনার ফনে বা ডেস্কটপেও এসে পরে।

তার জন্য সব সময়ে অ্যান্টি ভাইরাস দ্বারা সুরক্ষিত থাকুন।

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হ্যাকার দের জন্য অনেক দরজা খুলে দেয় সমস্ত সুরক্ষা কবচ ছিরে মানুষকে বিরক্ত করার জন্য। হ্যাকাররা এর মাধ্যমে আপনার ফোনকে করায়ত্ত অরেও নিতে পারে।

তাই যেমন ভাল দিক আছে আই এম এর, তেমনই খারাপ দিকগুলও রয়েছে। মনে রাখবেন যে আপনি সব সময়ে সুবিধা গুলিরই ব্যবহার করবেন।

Page Rating (Votes : 2)
Your rating: