সোশ্যাল নেটওয়ার্কিং আপনার বন্ধু বান্ধব ও আত্মিয় স্বজনদের সাথে যোগাযোগ করার আদর্শ উপায়। সোশ্যাল নেটওয়ার্ক খুবই আনন্দ ও প্রমোদ দায়ক বস্তু, যা দিয়ে আপনি আপনার বন্ধু আত্মিয়দের সাথে  সব সময়ে যোগাযোগ রাখতে পারেন, আপনার ব্যবসা বাড়াতে পারেন, চাকরি খুঁজতে পারেন আর সর্বোপরি যখন যা ইচ্ছা তাই সবার সাথে ভাগ করে নিতে পারেন। যদিও মহিলারাও একি ভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন, কিন্তু মহিলারা, এ ছাড়াও নিজেদের মাতৃত্ব, ক্যারিয়ার গঠন এবং অন্যদের উদ্বুদ্ধ করা আকর্ষণীয় বস্তু শেয়ার করা, ইত্যাদি কাজও করে থাকেন।

মহিলা কারুর মা হিসাবে হোক, কর্মজীবন সংক্রান্ত হোক বা সাধারন কাজের জন্য হোক, বিভিন্ন ভাবে এই সোশ্যাল মিডিয়া দ্বারা জগতের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম। তারা নূতন ব্যবসার উদ্যোগী হলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যবসার প্রসার বিস্তার করতে পারেন। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেগুলি মহিলারা ব্যবহার করে থাকেন, তাদের মধ্যে ফেসবুক, হওাটসঅ্যাপ, টুইটার উল্লেখযোগ্য।

গোপনীয়তার সংক্রান্ত বিষয়গুলিঃ

আপনি যদি কিছু গোপনীয়তা বজায় না রাখেন, তবে আপনি বিদপদে পরতে পারেন, যেমন –

  • আপনার ছবি ও ক্রিয়াকর্ম সকলের জন্য শেয়ার করা।
  • আপনার অবস্থান আপনার পোস্টের মধ্যে শেয়ার করলে, প্রচুর স্ক্যামার এর সুযোগ নিতে পারে।
  • যদি অজানা কোন ব্যাক্তির অতিত না দেখে তাকে নিজের সোশ্যাল নেটওয়ার্কে বন্ধু করে নেন।

বিপদ ও চ্যালেঞ্জগুলি

জাল বন্ধুঃ

যদি আপনি জানেন না, চেনেন না এমন কারুকে বন্ধু করে নেন, তাহলে তারা

  • আপনার ছবি চুরি করতে পারে এবং আপনার উপর নজরদারি করতে পারে।
  • আপনার মত একটি ভুয়ো প্রোফাইল করে আপনাকে ব্যাক্তিগত ক্ষতি করতে পারে।
  • আপনার উপর মানসিক ভাবে চাপ সৃষ্টি করতে পারে আপনার অপযশ ছড়াতে।

পরিচয় চুরিঃ

সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করার কালে আপনি আপনার পরিচয় চুরির মত সমস্যা অনুভব করতে পারেন, বিশেষ করে যখন আপনি উজানা কারুকে বন্ধু করছেন তখন। স্ক্যামাররা

  • আপনার ব্যাক্তিগত ও স্পর্শকাতর তথ্য চুরি করতে পারে।
  • আপনার পরিচয় ব্যবহার করে আপনার নামকরে টাকা আয় করে আপনার ক্ষতি করতে পারে।

অসভ্য,অভদ্র বা অপ্রাসঙ্গিক ভাষাঃ

মহিলারা আজকাল এই ধরনের আপত্তিকর অবস্থা অতিরিক্ত অনুভব করছেন, যেখানে জাল বন্ধুরা অশ্লীল বিষয় নয়ে আপনার সাথে কথা বলে, আপনাকে

  • মানসিক ভাবে বিপর্যস্ত করতে পারে।
  • আপনার পোস্টে বা ছবিতে অসভ্য ইঙ্গিত দিয়ে আপনাকে অপদস্থ করতে পারে।

অতিরিক্ত তথ্য সরবরাহ করাঃ

  • অতিরিক্ত তথ্য যেমন বাড়ির বা অফিসের থিকানা, সাংসারিক সম্পর্ক, ফোন নম্বর, ইত্যাদি দেওয়া হলে তা আপনার জন্যেই বিপদজনক। স্ক্যামাররা আপনাকে স্টক করতে উদ্যোগী হয়ে উঠবে।

স্প্যাম ইমেইলঃ

এগুলি হল অবাঞ্ছিত ইমেইল, যা আপনাকে অবাঞ্ছিত লোকেরাই পাঠিয়ে থাকে আপনার থেকে তথ্য সঞ্চয় করার জন্য। আপনাকে স্প্যাম ইমেইল পাঠাবে

  • কোন অনলাইন শপিং এর বিষয়ে বা কোন স্বাস্থ্য বীমা সংক্রান্ত ব্যাপারে যার দ্বারা আপনি বিপদে পরবেন।
  • জাল কিছু চাকরীর ইন্টারভিউ এর জন্য
  • বাড়ির আসবাবের ক্ষেত্রে বিশেষ আকর্ষণীয় ছাড় ঘোষণা করার জন্য

আর এই ভাবে আপনার তথ্য হাতিয়ে নিতে বিভিন্ন লিঙ্ক দিতে থাকবে।

জাল বিজ্ঞপ্তিঃ

সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলিকে স্ক্যামাররা ব্যবহার করে জাল বিজ্ঞাপন দেবার জন্য। জাল বিজ্ঞাপন দিয়ে আপনাকে আকর্ষণ করে, আপনার থেকে তারা বিভিন্ন জিনিস চুরি করে যেমন

  • বিজ্ঞাপনের মধ্যে আপনার তথ্য চুরি করার মত লিঙ্ক দিয়ে রেখে।
  • আপনাকে দিয়ে জাল অ্যাপে নতিভুক্ত করিয়ে আপনার থেকে সমস্ত গুপ্ত তথ্য হাতিয়ে নিতে।

মহিলারা কি করবেন সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করার কালেঃ

  • কোন ব্যাক্তির থেকে কোন আমন্ত্রন স্বিকার করার আগে সেই ব্যাক্তির বৈধতা দেখে নিন।
  • কিছু গোপনীয়তা বজায় রাখুন যেমন আপনার ছবি বা ক্রিয়াকলাপ কেবল আপনার বন্ধু ও আত্মিয়ের সাথে শেয়ার করুন।
  • যেকোনো পোস্ট, চ্যাট, আপলোড বা ডাউনলোড করার আগে গোপনীয়তা বিচার করে নিন।
  • আপনার বাবা/স্বামী/ভাইয়ের অনুমতি নিন যদি কোন ব্যাক্তি আপনার সাথে দেখা করতে চান।
  • যদি আপনার মনে হয় কখনো যে আপনার সোশ্যাল নেটওয়ার্ক একাউন্ট চুরি হয়ে গেছে বা সেই রকম কিছু, তাহলে অবিলম্বে সাপোর্ট টিমে যোগাযোগ করুন।
  • কখনো আপনাকে কোন বাজে মন্তব্য করলে সেই পোস্টে কখনো কোন উত্তর দেবেন না।

মহিলারা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে কি কি করবেন না।

  • আপনার পুরো নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স, লিঙ্গ, ক্রেডিট কার্ড তথ্য কখনো প্রদান করবেন না।
  • আপনার পাসওয়ার্ড কারুকে দেবেন না।
  • আপনার বন্ধুর এই সমস্ত তথ্যও দেবেন না, কারন একি বিপদ তারও হতে পারে।
  • সেই সমস্ত বন্ধু যাদের আপনি চেনেন না, তাদের সাথে ভিডিও কল করবেন না।
  • আপনার কর্মসুচি সোশ্যাল নেটওয়ার্কে বলবেন না।
  • সোশ্যাল নেটওয়ার্কে যেই লিঙ্ক পাবেন তাতে ক্লিক করবেন না। যদি জেতেই হয়, তবে প্রকৃত সাইটে যান।

কি করে আপনার গোপনীয়তা বজায় রাখবেন?

সোশ্যাল নেটওয়ার্কে স্বাভাবিক ভাবে সব কিছু সার্বজনীন করা থাকে। আপনাকে আলাদা করে সব কিছুকে প্রাইভেট করতে হবে।

  • আপনি আপনার পোস্ট বা ভিডিও বা ক্রিয়াকলাপ কে অপরিচিতদের থেকে দূরে রাখুন। এমনকি শেয়ার করার সুবিধাও বন্ধ করতে পারেন আপনি, কেবল আমি অপ্সান ব্যবহার করে।
  • আপনি নতুন বন্ধু করার উপায়ও বন্ধ রাখতে পারেন, যাতে আপনাকে কেউ বন্ধুত্বের অনুরধ না করতে পারে।
  • কমেন্টের ক্ষেত্রে অপরিচিতরা আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না, সেই সুবিধাও সক্রিয় করতে পারেন।
  • আপনার ব্যাক্তিগত বা কর্মজীবনের তথ্য অপরিচিতদের থেকে লুকাতে সক্ষম।
  • আপনি অনলাইন মোড বন্ধ করে দিতে পারেন , যাতে আপনি কতক্ষণ অনলাইন ছিলেন কেউ দেখতে না পারে।

Source:

Page Rating (Votes : 4)
Your rating: